সামাজিক অবক্ষয়কে রোধ করতে হলে খেলাধুলার বিকল্প নেই : সাবেক মেয়র মঞ্জিল হোসেন

মোঃ আনিছুর রহমান সুজন : ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন বলেছেন, গত ১৭ বছর গ্রামাঞ্চলে খেলাধুলার বালাই ছিল না। ফলে সামাজিক অবক্ষয় চরমভাবে দেখা দিয়েছে। কারণ একমাত্র ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে মাদকসহ সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে রোধ করতে পারে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সারা দেশের ন্যায় ফরিদগঞ্জের সর্বত্র ক্রীড়াঙ্গনে নতুন জোয়ারের সৃষ্টি হয়েছে । শিশু কিশোররা ক্রীড়ার আনন্দে মেতে উঠছে। যার বড় প্রমাণ পূর্ব মিরপুর এলাকার দুই দিনব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠান। এলাকার সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ এর সার্থকতা প্রমাণ করে। আমি চেষ্টা করব পৌর এলাকাসহ পুরো ফরিদগঞ্জে ক্রীড়ার ক্ষেত্রে এরকম জাগরণ সৃষ্টি করা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পূর্ব মিরপুর এলাকাবাসীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে ২ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুকের সভাপতিত্বে ও খলিল সর্দারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও তিনবারের কাউন্সিলর জাকির হোসেন গাজী,পৌর বিএনপি নেতা ইউনুস ব্যাপারী।

আলোচনা শেষে অতিথিবৃন্দ দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার করেন।

বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

Loading

শেয়ার করুন