হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত
হাইমচর ব্যুরো : হাইমচরে আদর্শ শিশু নিকেতন স্কুলে মা” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“মা শিক্ষিত হউক আর মূর্খ হউক, মা-ই সন্তানের প্রথম শিক্ষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলে শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রীদের অভিভাবক সমন্বয়ের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে আদর্শ শিশু নিকেতন স্কুলে অনুষ্ঠিত মা সমাবেশে স্কুলের অধক্ষ্য এম এ লতিফ এর সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক শরীফ মোঃ মাছুম বিল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী।
এসময় প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম স্কুলের শিক্ষার মান উন্নয়নে ছাত্র ছাত্রীদের মাদের মতামত নেন। এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আরোও বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক কাকলী রানী প্রমুখ।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
এসময় সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মিজানুর রহমান, রিয়াজ হোসেন, সাকিল হাসানসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের মাগন উপস্থিত ছিলেন।