৪ দিনেও হদিস মিলেনি ফরিদগঞ্জের শিশু সোহানের

মো: আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জে গত চার দিনেও হদিস মিলেনি আদিল মোহাম্মদ সোহান(৮) নামে ছোট শিশুটির।

গত সোমবার (১৫মে) সন্ধ্যায় সোহান পৌর এলাূকার রুদ্রগাও গ্রামের তালুকদার বাড়ির পাশের মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিঁেখাজ হয়।

পরদিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি(১০৬৪, তাং-১৬.৫.২৩) করা হয়। সোহান ওই গ্রামের মোঃ আনোয়ার ও ফাতেমা বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান জানান, শিশু সোহানের খোঁজে সম্ভাব্য সকল স্থানে অভিযান চালানো হচ্ছে। কোনো সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন দয়া করে মোবাইল নাম্বার- ০১৩২০-১১৬১২৭ ও মোবাইল নাম্বার ০১৭১৬-৫৯১৫১৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

Loading

শেয়ার করুন