কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

কচুয়া প্রতিনিধি :
কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনি করে দিবসের অনুষ্ঠানমালার সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৬টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কচুয়া থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধারা, কচুয়া পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌর আওয়ামীলীগ, কচুয়া প্রেসক্লাব, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,কচুয়া পল্লী বিদুৎ সমিতি, সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসসহ পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী দলসহ সর্বস্তরের জনগণও শ্রদ্ধা জানান। এ ছাড়া বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হাসান,অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, সহকারি কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানসহ অন্যরা

Loading

শেয়ার করুন