চাঁদপুর স্পেশালাইজড হসপিটালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক  : বিভাগীয় শহরের পর এই প্রথম চাঁদপুরে আধুনিক স্বাস্থ্য নিয়ে মানসম্মত প্রক্রিয়ায় চিকিৎসা ব্যবস্থার আওতায় এনে চাঁদপুর স্পেশালাইজড হসপিটাল (প্রা:) লিমিটেডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭জুন) বিকেলে শহরের স্টেডিয়াম রোডে আবুলের দোকান সংলগ্নে ঢালী প্লাজায় আনুষ্ঠানিকভাবে জেলার মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে এ হাসপাতালের উদ্বোধন হয়।

হাসপাতালের কর্তৃপক্ষ জানান, চাঁদপুরে এই প্রথম বিশেষজ্ঞ ল্যাবরেটরী মেডিসিন ডাক্তার দ্বারা প্যাথলজি রিপোর্ট করা হয়।২৪ ঘন্টা সার্ভিস এবং ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা স্পেশাল কেয়ার। আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, পিআইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন, মেডিসিন, হৃদরোগ, কার্ডিওলজি বিভাগ, সু-সজ্জিত ও শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন,উন্নতমানের অত্যাধুনিক অপারেশন থিয়েটার জেনারেল, অর্থোপেডিক্স নাক-কান গলা, সিজারসহ সকল ধরনের অপারেশন করা হয়। প্রসূতি রোগ, নরমাল ডেলিভারী ফার্মেসী সেবা দেয়া হচ্ছে।

এছাড়া প্রতিষ্ঠানটিতে ল্যাবের সেবা সমূহের মধ্যে রয়েছে , এন্ডোস্কোপি, কোলনোস্কপি ৪ ডি কলার আল্ট্রাসনোগ্রাম, ঞঠঝ কালার আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড আল্ট্রাসনোগ্রাম, ব্রেষ্ট আল্ট্রাসনোগ্রাম, কালার ইকো-কার্ডিওগ্রাম, স্পাইরোমেট্রি (শ্বাস যন্ত্রের পরীক্ষা), ক্যান্সারসহ সবধরনের হরমোন টেস্ট, থাইরয়েড টেষ্ট, ডিএনএ পিসিআর, ঊঈএ (১২ ঈযধহবষ), ১০০% উরমরঃধষ, ঢ-ৎধু (ঋঁলর উজ) , সম্পূর্ণ অটোমেশিনে সব প্যাথলজী চেস্ট এবং বিদেশগামীদের মেডিকেল চেক আপ।

উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা বিএমএর সভাপতি এমএম নুরুল হুদা, সাবেক সভাপতি ডা. মাহমুদুন্নবী মাসুম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কায়ুম খান, ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বাবুল মোল্লা, এডমিন গিয়াস উদ্দিন মিন্টু, সহকারি এডমিন ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম , মাকেটিং পরিচালক নয়ন কর্মর্কার , সহকারি মাকেটিং পরিচালক মো. হাকীমসহ আমন্ত্রিত অতিথিরা। এ অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. নুরুল আমিন।

প্রকাশিত :  মঙ্গল বার,  ০৭  মে ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন