ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিমের পিতার দাফন

মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমে পিতা আলহাজ্ব মাওলানা আবদুল হাই রবিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আবদুল হাই এর মৃত্যুতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য ড. শামসুল আলম এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রাম এমএম কান্দি ঈদগাঁহ ময়দানে জানাজা নামাজ শেষ পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়।

জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে শিল্পপতি গোলাম রাব্বানী মহসিন, মেজ ছেলে ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শেষ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Loading

শেয়ার করুন