প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলের অঙ্গীকার আন্দোলনের মাধ্যমেই ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ বলেন, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুর নির্যাতন ভোগ করেও মাঠ ছাড়েনি। যখনই যেই কর্মসূচী ঘোষনা করা হয়, সেখানেই নেতাকর্মীদের স্রোত নামে। নেতাকর্মীদের স্রোত দেখে ভীত হয়ে পড়েছে স্বৈরাচারী সরকার ও তার প্রধান শেখ হাসিনা। তাই বিএনপির নেতাকর্মীদের উপর আবারো নানাভাবে নির্যাতন শুরু করেছে। কিন্তু এবার আর নেতাকর্মীরা ভয় পাবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সকলের অঙ্গিকার হউক আন্দোলনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখীল গ্রামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির একাংশের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির একাংশের সভাপতি নাছির পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি বিল্লাল কোম্পানী, উপজেলা বিএনপির সহসংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক এ এম এম টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মাহমুদ, যুগ্মআহ্বায়ক হারুণ পাঠান, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক মাও.ইদ্রিস, উপজেলা বিএনপির সেলিম পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বর্তমান স্বৈরাচার বিরোধী আন্দোলনের নিহত ও গুম হওয়া সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। #no

Loading

শেয়ার করুন