ফরিদগঞ্জে প্রয়াত সাংবাদিক সাঈদ পাটওয়ারীর স্মরণে দোয়া

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কাউনিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজেরপর ফরিদগঞ্জ বাজরের বিভিন্ন মসজিদে ও মরহুমের গ্রামের মসজিদে পারিবারিক আয়োজনে এ দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মিলাদ মাহফিলের কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মমিনুল হক।

এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.নুরুন্নবী নোমানসহ সাংবাদিক, বাজার ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসুল্লিরা দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

Loading

শেয়ার করুন