মতলব উত্তরের নবাগত ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের অভ্যর্থনা

সফিকুল ইসলাম রানা :

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (নবাগত ইউএনও) একি মিত্র চাকমাকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষা পরিবার। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরণ অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও একি মিত্র চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

বরণ শেষে নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

শিক্ষকরা নবাগত ইউএনওর কাছে শিক্ষার গুণগত মান উন্নয়নে সহযোগিতা চেয়ে তাঁর সফলতা কামনা করেন।

পরে ইউএনও একি মিত্র চাকমা শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Loading

শেয়ার করুন