হাজীগঞ্জ বাজারে মোবাইল চুরি করে ‘ভুয়া এসপি’ জেলহাজতে

প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভুয়া পুলিশ সুপার (এসপি) রাছেল পাটোয়ারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। আজ শনিবার বিকালে আটক ভুয়া এসপি রাছেল পাটোয়ারীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ।

আটক রাছেল পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার চর বাকিলা গ্রামের ফিরোজ পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গেল সপ্তাহে হাজীগঞ্জ থানা রোডের হৃদয়ের সেলুনে সেভ করতে গিয়ে নিজেকে এসপি পরিচয় দেন রাছেল পাটোয়ারি। ওই সময় সেলুন কর্মীদের কাজের ব্যস্ততায় কৌশলে তাদের দুটি ফোন নিয়ে পালিয়ে যান। এরপর ওই মোবাইল হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটের একটি দোকানে ১৫ হাজার টাকায় বিক্রি করেন।

ভুক্তভোগী সেলুন মালিক হৃদয় জানান, চুরির ওই ঘটনার পর রাছেল পাটোয়ারীকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে ধরার চেষ্টা করা হয়। হাজীগঞ্জ বাজারের থানা রোডের এলাকায় ঘুরাঘুরি করতে দেখে রাছেল পাটোয়ারীকে আটক করে পুলিশে দেওয়া হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘রাছেল পাটোয়ারী একজন প্রতারক। পুলিশের বিভিন্ন পদবি ব্যবহার করে দেশের বিভিন্নস্থানে প্রতারণা করে আসছেন।’ (সূত্র :  ইনডিপেনডেন্ট টিভি)

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন