হাইমচরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক :

ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার ইলিশায়।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াইশো যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

লঞ্চটি মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় গেলে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে আরেকটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা গেছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবোচরে আটকা আছে।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।

এ বিষয়ে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। যার কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Loading

শেয়ার করুন