কক্সবাজারে অবস্থিত বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার

চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ কক্সবাজারে। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি.।

কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.।

কক্সবাজারকে বলা হয় বাংলাদেশের পর্যটন নগরী। বহু দশক ধরেই এটা বাংলাদেশের মানুষদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্র

প্রচুর পরিমাণে হোটেল, মোটেল ও গেস্ট-হাউজ তৈরি হয়েছে সেখানে পর্যটন মৌসুম শীতকাল এর কথা ভেবে। বিভিন্ন সামর্থ্যের মানুষদের জন্য তাই এখন রয়েছে নানা রকম বাজেট রেঞ্জ এর হোটেল।

এক নজরে কক্সবাজারের বিভিন্ন হোটেলের নাম, ঠিকানা ও ফোন নাম্বার
সী হ্যাভেন গেস্ট হাউজ

ব্লক – এ, হাউজ – ৬৭, কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০১৭২৬-৫১৯৩২৩
০১৮১৮-৫৯৪০২৫

সী হিল গেস্ট হাউজ

সী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৩০৮৮, ০৩৪১-৬২৭৭৭
মোবাইল: ০১৮১৫-০৭৫৬৯৮

সী কিং গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৫১২১৯
০১৮১৮-৮৫৮০৪৪

হোটেল সী প্যালেস (৫ স্টার)

ঢাকা অফিস: নুরজাহান টাওয়ার (৩য় তলা)
২ লিংক রোড, বাংলামোটর, ঢাকা
ফোন: ৯৬৭২৮৭৬, ০১৮১৯-৮০৮৮৪২
০১৯১৩-৩৮০৮৪৭

হোটেল সী গাল (৫ স্টার)

ঢাকা অফিস: হোয়াইট হাউস হোটেল, ১৫৫, শান্তিনগর, ঢাকা
ফোন: ৮৩২২৯৭৩-৬

হোটেল প্রাসাদ ওরাডাইস (৩ স্টার)

ঢাকা অফিস: হাউজ – ২ই, রোড – ২৯, গুলশান – ১, ঢাকা
ফোন: ৮৮১৭৪০০, ৮৮১০০৫৩
০১৫৫৬-৩৪৭৭২২

কক্সবাজার অফিস: প্লট–৯, রোড–১
হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড)
কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪৪০৩, ০১৫৫৬-৩৪৭৭১১

হোটেল সী ক্রাউন (৩ স্টার)

মেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪
০১৮১৭-০৮৯৪২০

সী-আরাফাত রিসোর্ট

ব্লক এ, রোড-৩, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার
ফোন: ০১৮৪৩-৭২৪৫০৪

সী-ল্যান্ড গেস্ট হাউজ

লাইটহাউজ রোড, কলাতলী, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪৯২২, ০১৭১১-৯৪১৮২৩
০১৭১১-৪০৫৯০৭

উর্মি গেস্ট হাউজ

কলাতলী রোড, সী বীচ এরিয়া, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪১২১, ০১৮১৯-০৮২৭৭২

বীচ হলিডে গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০১৫৫৩-৬০০০৫৩, ০১৮১৬-২২৭৩৯৫

ব্লু ওসেন

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৩২০৭, ০৩৪১-৬২১৩৫
০১৭১১-৭৮৫৩৮১

তাহের ভবন এন্ড গেস্ট হাউজ

কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার
ফোন: ০১৮৫৬-৬৯৯৯১০, ০১৮৫৬-৬৯৯৯১১

ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস

কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার
ফোন: ০১৮১৪-১০৮২৪১

অ্যালবাট্রস রিসোর্ট

কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪৬৮৪, ০৩৪১-৬২৮৮৯
০১৮১৮-৫৪০১৭৭

জিয়া গেস্ট ইন

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৩৯২৫, ০১৮১৯-৩২১৫৩৮

সোহাগ গেস্ট হাউজ

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬২৫৬১, ০১৮১৮-০৬৬৯৮০
০১৭১৫-৮৭৮৮৭৭

হোটেল কল্লোল

হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট
সী বীচ রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪৭৪৮, ০১৭২৭-৬১৩২৫৮
০১৮১৯-৫৪৮৪৩৪

হোটেল সী আলিফ

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৫১২৫৩, ০১৭১৫-৭৫৫১১২

হোটেল মেরিন প্লাজা

প্লট-১২, ব্লক–বি, কলাতলী মেইন রোড, কক্সবাজার
ফোন: ০৩৪১-৬৪১৪৬, ০১৭১৬-৭৪২৪৬৪

প্রিন্স হ্যাভেন হোটেল নাহার গার্ডেন ট্যুরিজম

হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজার
ফোন: ০১৭১৩-৪০৯৭৯৭

হোটেল স্বপ্ন প্রোবাল

পশ্চিম পারা, নারিকেল জিনজিরা
সেন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজার
ফোন: ০১৮২০-২২৬৭৬৫

রেইড গেস্ট হাউজ

নারিকেল জিনজিরা, সেন্ট মার্টিন
টেকনাফ, কক্সবাজার
ফোন: ০১৮১৬-৫৫৭৪৫৫, ০১৮১৮-৫৯৩৩৯৬

হোটেল স্বপ্ন বিলাস

সেন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা
টেকনাফ, কক্সবাজার
ফোন: ০১৮১১-৮০১৩৬১, ০১৭২৪-৪৩৮৪৩৭

মাসকট হলিডে রিসোর্ট

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০১৮২৪-৬৪০৪৫৫

রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা

Telephone: +88 034 152 666 80
Fax: +88 034 152 681
Reservations: 800 358 0846
০১৯৭০৬৬০০৬৬, ০১৮৪৪০১৬০০১।

ওয়েল পার্ক রিসোর্ট

লাইট হাউজ রোড, কলাতলী
কক্সবাজার
ফোন: ০৩৪১-৫৭০৩৫, ০৩৪১-৫৭২৬১
০১৮৪১-৭৩৫৫৫৫

গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০১৮১৯-১৩৭৪৬৪

হোটেল বে মেরিনা

কলাতলী রোড, কক্সবাজার
ফোন: ০১৭১৩-৪৮৮৮৩৩

শারীরিক অক্ষমতার কারণ ও প্রতিকার

পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতা অথবা পুরু/ষত্ব হীনতা আজকাল প্রকট আকার ধারণ করছে। একদম তরুণ থেকে শুরু করে যে কোন বয়সী পুরুষের মাঝে দেখা যাচ্ছে এমন যৌ/ন সমস্যা।

অনেক পুরুষ অকালেই হারিয়ে ফেলছেন নিজের সক্ষমতা, উঠতি বয়সের যুবকরা রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। বাড়ছে দাম্পত্যে অশান্তি, সন্তানহীনতার হার এবং সত্যি বলতে কি বাড়ছে ডিভোর্সও।

কিন্তু কারণ কি পুরুষদের এই ক্রমশ শারীরিকভাবে অক্ষম বা দুর্বল হয়ে যাওয়ার পেছনে? কারণ লুকিয়ে আছে আমাদের বর্তমানের আধুনিক জীবনযাত্রার মাঝেই।

হ্যাঁ, আপনার প্রতিদিনের স্ট্রেসভরা অস্বাস্থ্যকর জীবন, আপনার নিজের কোনও একটা ভুলই হয়তো আপনাকে ক্রমশ ঠেলে দিচ্ছে পুরুষত্বহীনতার দিকে। অথবা হতে পারে আপনার শরীরে ধীরে ধীরে কমে যাচ্ছে যৌ/ন হরমোনের পরিমাণ, যা আপনার সংসারকে করছে অশান্তিময়।

কেন এমন হচ্ছে সেটা জানার আগে জানতে হবে পুরুষের একান্ত দুর্বলতাগুলো কী কী বা কেমন হতে পারে। তা জেনে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার সমস্যাটা কোথায়।

শারীরিক অক্ষমতা বা দুর্বলতার বিষয়টিকে মোটামুটি ৩ ভাগে ভাগ করা যেতে পারে-

১. ইরেকশন ফেইলিউর : পুরুষ লি/ঙ্গের উত্থানে ব্যর্থতা। এতে করে লিং/গের উত্থানে সমস্যা তৈরি, যাতে করে দীর্ঘদিন যাবত লিং/গ গরম হয় না এবং সহ/বাসের উপযোগী হয় না।

২. পেনিট্রেশন ফেইলিউর : লি/ঙ্গের যো/নিদ্বার ছেদনে ব্যর্থতা, বা যো/নিতে প্রবেশের মত পর্যাপ্ত উথিত না হওয়া। এতে করে মাঝে মাঝে লিং/গ উত্থিত বা গরম হয় আবার গরম হয়েও শীতল হয়ে যায়। আবার গরম হলেও স্ত্রী যো/নীতে প্রবেশ করা মাত্রই তা নরম হয় যায়, ফলে সংসারে বাড়ে অশান্তি। বিবাহ বিচ্ছেদ বাড়তে থাকে।

৩. প্রি-ম্যাচুর ইজাকুলেশন : সহ/বাসে দ্রুত বী/র্য-স্খলন, তথা স্থায়িত্বের অভাব। এতে করে পুরুষের লিং/গ গরম হলেও তা খুব দ্রুতই পতন হয় বা বী/র্য আউট হয়ে যায়। তাতে নারী এবং কেউ পরম সুখলাভ করতে পারে না।

এ সমস্যার জন্য নাইট কিং পাউডার ও সিরাপ বেশ কার্যকরী ঔষধ। এই ঔষধ সেবনে উপরোক্ত সমস্যার সমাধান হবে, ইনশাল্লাহ।

কারণগুলি কি কি হতে পারে ?

প্রাকৃতিক বা শারীরিক কারণগুলোর মাঝে মুখ্য হলো-

১. ডায়াবেটিস,

২. লি/ঙ্গে জন্মগত কোনওপ্রকার ত্রুটি,

৩. সে/ক্স হরমোনের ভারসাম্যহীনতা,

৪. গনোরিয়া বা সিফিলিসের মত যৌ/নরোগ ইত্যাদি।

তাছাড়াও প্রাকৃতিক শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি, দূষিত পরিবেশ, ভেজাল খাওয়া দাওয়া, কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি অনেক কারণই আছে ক্রমশ যৌ/ন সক্ষমতা হারিয়ে ফেলার পেছনে।

আবার অতিরিক্ত যৌ/ন সম্পর্কে যাওয়া, অতিরিক্ত মা/স্টার/বেট বা হ/স্তমৈ/থুন করা, যৌ/ন ক্ষমতা বাড়ানোর জন্য হাবিজাবি ওষুধ সেবন ইত্যাদি কারণকে অবহেলা করলেও চলবে না।

এছাড়া বয়স জনিত অসুস্থতা, সঙ্গিনীর সাথে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা, এইডসভীতি, পর্যাপ্ত যৌ/ন জ্ঞানের অভাব, ত্রুটিপূর্ণ যৌ/নাসনও অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে।

কী কি করবেন ?
প্রথমেই যা করবেন, সেটা হলো নিম্নোক্ত ডাক্তারের শরণাপন্ন হোন। লজ্জা না করে নিজের সমস্ত সমস্যা খুলে বলুন ও ডাক্তারের পরামর্শ মত প্রয়োজনীয় সকল চিকিৎসা নিন।

এতে লজ্জার কিছুই নেই। একটাই জীবন। লজ্জার চাইতে নিজেকে সুস্থ ও সক্ষম রাখা জরুরী। তাই দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করুন। আপনার সমস্যা অনুসারে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে।

আপনার ডায়াবেটিস থাকলে প্রয়োজনীয় সকল নিয়ম কানুন মেনে চলুন।
নিজের জীবনধারাকে একটি স্বাস্থ্যকর জীবনে বদলে ফেলুন। নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করুন, রাতে পর্যাপ্ত ঘুমান, চেষ্টা করে কাজের চাপের মাঝেও বিশ্রাম নিতে। আপনার শরীর যখন সুস্থ ও সক্ষম থাকবে, যৌনজীবনও থাকবে সুন্দর।

সঙ্গীর সাথে রোমান্টিক জীবনের উন্নতি করুন। এক ঘেয়ে যৌ/ন জীবনে নানান রকমের চমক ও আনন্দ নিয়ে আসুন। তাঁকেও বিষয়টি বুঝিয়ে বলুন যে নতুন চমক এলে আপনার মানসিকভাবে সাহায্য হবে। রোমান্টিক বেডরুম, আকর্ষণীয় অন্তর্বাস, সে/ক্স টয় ইত্যাদি এসব ক্ষেত্রে কাজে আসতে পারে।

যদি সঙ্গীকে অপছন্দ করার কারণে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করুন সঙ্গীকে ভালবাসতে। তার সাথে দূরে কোথাও নিরিবিলি বেড়াতে যান, তাঁকে গভীর ভাবে জানার চেষ্টা করুন। আস্তে আস্তে তার প্রেমে পড়ার চেষ্টা করুন।

মানসিকভাবে প্রেমে পরলে শরীরটাও সাড়া দেবে। একটা জিনিষ মনে রাখবেন, বাস্তবের নারীর সাথে সিনেমার নায়িকা বা প/র্ণ স্টারদের মিল খুঁজতে যাবেন না। নিজের দিকে তাকান, নিজের সাধারণত্ব দেখুন। দেখবেন, সঙ্গীকেও আর খারাপ লাগছে না।

কী করা উচিত নয় ?
অতিরিক্ত মাস্টারবেট করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন। আর যাদের স্ত্রী আছে তাঁরা স্ত্রীর সাথেই যৌ/নজীবনে অভ্যস্ত হয়ে উঠুন।

বাজারে সাময়িকভাবে যৌ/ন ক্ষমতা বাড়ানোর কিছু ওষুধ পাওয়া যায়, যেগুলো সেবনে ২৪ ঘণ্টার জন্য যৌ/ন ক্ষমতা বাড়ে। এইধরনের ওষুধ মোটেও ব্যবহার করবেন না। এতে সাময়িক ক্ষমতা বাড়লেও, ক্রমশ আসলে ক্ষমতা কমতেই থাকবে।

যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

যৌ/ন রোগ কয়েক প্রকার হতে পারে। তাই প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যৌ/ন রোগ কী?

যৌ/ন রোগ কয়েক প্রকার হতে পারে। যেমন :

১. সহ/বাসে অসমার্থতা।

২. দ্রু/ত বী/র্যপাত।

৩. অসময়ে বী/র্যপাত।

৪. সহ/বাসের আগেই বী/র্যপাত। অর্থাৎ নারীদেহ কল্পনা করলেই বী/র্যপাত হয়ে যাওয়া।

৫. প্রস্রাবের সাথে বী/র্যপাত।

৬. প্রস্রাবের বেগ হলেই বী/র্যপাত। স্বপ্নদোষ। মেহ রোগ।

৭. যৌ/নবাহিত রোগ। যেমন. গনোরিয়া, ক্লামিডিয়া, হার্পিস ইত্যাদি।

ওপরের ছয় নম্বর পর্যন্ত রোগের চিকিৎসা এক প্রকারের। আর তা হচ্ছে : নাইট কিং নিয়মিত সেবন করা। কয়েক মাস সেবন করলেই এ সমস্যা থেকে মুক্তি পাবেন।

নাইট কিং খুব ভালো মানের ঔষধ। যা সেবন আপনি দ্রুত বী/র্যপাত থেকে মুক্তি পাবেন। আর সাত নম্বর রোগগুলো থেকে মুক্তি পেতে হলে দীর্ঘদিন যাবত ঔষধ সেবন করতে হবে।

সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।

ঔষধ পেতে যোগাযোগ করুন :

হাকীম মিজানুর রহমান (ডিইউএমএস)

হাজীগঞ্জ, চাঁদপুর।

ইবনে সিনা হেলথ কেয়ার

একটি বিশ্বস্ত অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

মুঠোফোন : (চিকিৎসক) 01762-240650

(সকাল দশটা থেকে রাত্র দশটা। নামাজের সময় কল দিবেন না।)

ই-মেইল : ibnsinahealthcare@gmail.com

সারাদেশে কুরিয়ার সার্ভিসে ঔষধ পাঠানো হয়।

শ্বেতীরোগ একজিমাযৌনরোগ, পাইলস (ফিস্টুলা) ও ডায়াবেটিসের চিকিৎসক।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

Loading

শেয়ার করুন