কচুয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার এ উপলক্ষে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

সংগঠনের পরিচালক মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক শাহপুরী। অনুষ্ঠান আয়োজক কমিটির আহŸায়ক, গোলাম মুহাম্মদ আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মীরসরাই দরবার শরীফের পীর আলহাজ্ব আল্লামা হাফেজ শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম লতীফি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা আলহাজ্ব মাও: আলমগীর শাহ আল কাদেরী,আলহাজ্ব মাওলানা তাজুল ইসলাম আল কাদেরী, মাস্টার মোঃ আব্দুল কাদের, মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরী, আলহাজ্ব মৌলভী আব্দুল হক শাহজী,অধ্যক্ষ মুফতি মোঃ জাফর আলী, আলহাজ্ব মাওলানা ডাক্তার খাইরুল ইসলাম, আলহাজ্ব মজিবুর রহমান প্রদানীয়া ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুহাম্মদ আরিফুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য যে,কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে, তন্মধ্যে যাচাই-বাছাই শেষে ১শ ৫১ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করে তাদেরকে সম্মাননা সনদ ও পুরস্কার দেয়া হয়।

শনিবার, ০২ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন