কচুয়ার বায়েক মোড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ চায় এলাকাবাসী
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বায়েক মোড় সংলগ্ন পূর্ব ব্রীজের পশ্চিম পাশে পুরাতন রাস্তার উত্তর অংশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছে¡দ করতে প্রশাসনের জোড় দাবী জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ২০০১ সালে চার দলীয় বিএনপি জোট সরকারের সময়ে বায়েক মোড় সংলগ্ন উত্তর অংশের জায়গাটি চলাচলের জন্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সরকারি অর্থায়নে ভরাট করেন। জনস্বার্থে রাস্তা সংলগ্ন ওই জায়গাটি ভরাট করা হলেও পরবর্তীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন ওই জায়গাটিতে দোকান নির্মাণের মাধ্যমে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দখল করে নেন। তাই জনস্বার্থে ওইসব দোকানপাট উচ্ছে¡দ করে নির্বিঘেœ যান ও পথচারীদের চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে জোড় দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এব্যাপারে স্থানীয় অধিবাসী ও ইউপি সদস্য মো. রুহুল আমিন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লা, আমান উল্লাহ আমান ও মিজানুর রহমান তালুকদার বলেন, যে উদ্দেশ্যে জায়গাটি ভরাট করা হয়েছিল, তা না করে কিছু লোকজন প্রভাবখাটিয়ে ওই স্থানে দোকান নির্মাণ করে ইচ্ছামতো ব্যবসা পরিচালনা করছেন। আমরা চাই প্রশাসন জনস্বার্থে অবৈধ ওই দোকানগুলো উচ্ছে¡দ করে জনচলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা