কচুয়ার সাচার ইসলামিয়া চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন

কচুয়া প্রতিনিধি  : কচুয়া উপজেলার সাচার দক্ষিণ বাজারে ‘ইসলামিয়া চক্ষু হাসপাতাল’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। চক্ষু চিকিৎসা সেবায় আধুনিকতার ছোঁয়ায় এ অঞ্চলের মানুষকে উন্নত চক্ষু চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে রবিবার (১০ নভেম্বর) দুপুরে সাচার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন দুবাই প্লাজার দ্বিতীয় তলায় ইসলামী চক্ষু হাসপাতালের সভা কক্ষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ হসপিটালের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে বক্তব্য রাখেন, সাচার ইসলামিয়া চক্ষু হাসপালের কর্ণধার ডাঃ মোঃ সোহাগ হোসাইন।

বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা পাওয়ার জন্য সাচারের মানুষকে ইতোমধ্যে গৌরীপুর, কুমিল্লা ও ঢাকায় যেতে হত, এখন থেকে সাচারে সহজেই ওই গুনগত মানের চিকিৎসা পাওয়া যাবে। বিশেষ করে স্বল্প খরচে চোখের ছানি ও অন্যান্য অপারেশন করা যাবে।

তিনি আরো বলেন, আমি এলাকার সন্তান, এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। সে উদ্দেশ্যেই আমি এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছি। বক্তব্য শেষে এলাকার গণ্যমান্য আলেমদের মাধ্যমে দোয়া ও মিলাদ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী ও সেবা প্রত্যাশী গ্রাহকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন