কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা অনুষ্ঠিত
ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি : ঢাকাস্থ ‘কচুয়া ফাউন্ডেশনের’ উদ্যোগে কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা দেওয়া হয়। গতকাল ২৫ অক্টোবর বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার শহিদুল ইসলাম, কচুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সরকারি কর্ম কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম, সাবেক অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ্ মোহাম্মদ এমরান, সোনারগাঁ জাদুঘরের সাবেক পরিচালক ও সমাজ সেবক ড. বিশ্বনাথ সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুর রহমান মোল্লা, এনএসআই-এর অতিরিক্ত উপ-পরিচালক মফিজুল ইসলাম, কচুয়া সমিতি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রকৌশলী দেওয়ান মনিরুজ্জামান মানিক, বিআরবি ক্যাবলসের পরিচালক (মার্কেটিং) রফিকুল ইসলাম রনি সহ কচুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তাগণ দল-মতের উর্ধে উঠে কচুয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. মোঃ মাঈনদ্দিন মাইনু ও মিজানুর রহমান মিয়াজী। অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারি কর্ম-কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, সদ্য পদোন্নতি পাওয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম ও ইসলামি ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনকে ‘কচুয়া ফাউন্ডেশনের’ পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?