কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কচুয়ায় ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ

কচুয়া প্রতিনিধি :  ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর থেকে চাঁদপুরের কচুয়ায় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ১২ ইউনিয়নের মধ্যে ৫ জন ইউপি চেয়ারম্যানকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এতে সাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেনের স্থলে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. মাসুদুল হাছান, বিতারা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক সিকদারের স্থলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের স্থলে সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুজ্জামান, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামানের স্থলে উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম ও গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেনের স্থলে উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিনকে প্রশাসক হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে দায়িত্ব দেয়া হয়েছে।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, এ জাতীয় চিঠি পেয়েছি। তবে এখনো দায়িত্ব দেয়া হয়নি। অন্যদিকে ৫ ইউপি চেয়ারম্যানকে কি কারনে সরিয়ে দেয়া হয়েছে তা সঠিক জানা না গেলেও ইউপি চেয়ারম্যানগন বলেন, কতিপয় লোকজনের বিরোধীতা ও হুমকির কারনে আমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যেতে পারিনি।

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন