খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি কানাডার আয়োজন মতলব উত্তরে ইফতার মাহফিল

সফিকুল ইসলাম রানা : খুলানা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি কানাডার আয়োজনে ও খুলন বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুন্দরবনের আনন্দ ভ্রমণ গিয়ে সমুদ্রের নেমে নিখোঁজ অপু, বাকি, কাওছার, কুশল, নিপুন, সাকিল সামিউল, তোহা, সুভ, রাসেল, রুপা এদের স্মরণে মতলব উত্তরের বড় মরাদোন মোহাম্মদীয়া (সাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) আছর বাদ মাদ্রাসা ভবনে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. রবিউল ইসলাম, সাবেক কাউন্সিলর আমান উল্ল্যা সরকার, সমাজ সেবক কাউছার আহম্মেদ বাবু প্রমুখ।
দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এই এম বাইজিদ আজন্দ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার করেন।
প্রকাশ : সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

