নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় হাইমচরে ৬ জেলে জেলহাজতে

হাইমচর প্রতিনিধি : জতীয় সম্পদ ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সকল ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আর এ নিষিদ্ধ সময়ে হাইমচরের মেঘনায় ইলিশ নিধনকালে ৬ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ড।

শুক্রবার বিকেলে উপজেলার মেঘনা নদীতে দিনব্যাপী অভিযান চলাকালীন সময়ে শরিয়তপুর ও ইব্রাহীমপুর এলাকার জেলেদের হাইমচরের মেঘনায় মাছ নিধনকালে আটক করা হয়। এসময় ১ লাখ ৩৫ হাজার মিটার জাল ও ৪৫ কেজি ছোট ইলিশ জব্দ করা হয়।

আটককৃত জেলেদের মধ্যে ৫ জনকে ১৫ দিন করে এবং একজনকে ৫ দিনের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

আটক জেলেরা হলেন ইব্রাহীমপুর আলুর বাজার এলাকার আবুল হোসেন রাড়ীর ছেলে আলামিন রাড়ী (৩৪), একই এলাকার মনু ছৈয়ালের ছেলে আলআামিন ছৈয়াল (২৭), বাসানী বেপারীর ছেলে মো. আবু (২৫), শরীয়তপুর সখিপুর ভেদরগঞ্জ এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয় (২২), জাহাঙ্গীর দেওয়ানের ছেলে পারভেজ (২১)।

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন