পরকীয়া ও জুয়ায় আসক্তি : স্বামী কর্তৃক স্ত্রী খুন

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর গাজীপুর বাঘ বাড়িতে স্বামী কর্তৃক স্ত্রীকে খুন করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গাজীপুর বাঘ বাড়ির জনৈক মোঃ শাহআলম বাঘের ছেলে দুই সন্তানের জনক মোঃ ইয়াছিন (৩২), তিনি তার স্ত্রী কে প্রায় বেধরক মারধর করতো।

ঘটনার বিবরণে জানা যায়, ঘাতক ইয়াছিন পরকীয়ায় ও জুয়ায় আসক্ত। তিনি একজন অটোচালক। রীতিমতো কাজ কর্ম করতো না, পরকীয়া ও জুয়া নিয়ে ব্যস্ত থাকতো। স্ত্রী ও ছেলে সন্তান কে ভরনপোষণ ঠিক মতো দিতোনা, প্রায় হতো স্ত্রীর সাথে ঝগড়া। এক পর্যায় গত ২৪ অক্টোবর স্ত্রীর সাথে ঝগড়া হয় বলে স্থানীয়রা জানান, ঐ দিন দিবাগত-রাতে যে কোন সময়ে স্বামী ইয়াছিন তার স্ত্রী ফেরদাউসি (২৫) কে প্রথমে আগুন ধরিয়ে, আগুনের সেঁকা লাগিয়ে পরে শ্বাসরুদ্ধ করে মেরে উপজেলার চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীতে ফেলে দেয়।
এ খবর পরদিন এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্ত্রী ফেরদাউসি বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় থানা পুলিশ ঘাতক ইয়াছিন কে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মতলব উত্তর উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক সহ মিজান ওয়ান,টু, থ্রী ও ফোর ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

