ফরিদগঞ্জের লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসায় জবুথবু ভাবে মহান ২১ফেব্রুয়ারী পালিত

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জের লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসায় জবুথবু ভাবে মহান ২১ফেব্রুয়ারী পালিত হয়েছে। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লতিফগঞ্জ বাজাবের পাশে অবস্থিত এই ঐতিহ্যবাহী ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি। এলাকার আবুল হাসেম নামের এক বৃদ্ধ জানান,এই প্রতিষ্ঠানটি ফরিদগঞ্জ রামগঞ্জ দুটি উপজেলার বর্ডার এর পাশে হওয়ায় উন্নয়নের ছোঁয়া কেমন লাগেনি। করে রেখেছে মাদ্রাসাটিকে । তবে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মাদ্রাসাটি অনেক পিছিয়ে রয়েছে।

মহান একুশে ফেব্রুয়ারিতে ৯জন শিক্ষক ২জন কর্মচারী এবং ২৫-৩০জন শিক্ষার্থী দিয়ে অনুষ্ঠান সম্পন্না করা হয়। এই প্রতিষ্ঠানে ২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ও এই মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহন করা হচ্ছে না। এবিষয়ে অনুপস্থিতি শিক্ষক কে এম নুরুল আমিন এর সাথে মোবাইলে ফোন করলে তিনি বলেন আমি জুমার নামাজ পড়ে মাদ্রাসায় আসনো মজার বিষ হচ্ছে মহান ২১ফেব্রুশারী সম্পর্কে তিনি জানে না। তা হলে ভাষাবীরদেরকে তিনি ছোট করছেন।
মাসুম বিএসসি মোবাইল ফোনে জানান, আমি বিশেষ কাজে চাঁদপুর আসছি আপনার কোন কথা থাকলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এর সাথে কথা বলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাও আমির হোসেন বলেন,আমি ও আসার কথা ছিল না যখন দেখলাম একাধিক শিক্ষক অনুউপস্থিত তাই আমি নিজে চলে আসছি। যারা অনুষ্ঠানে আসে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, মহান একুশে ফেব্রুয়ারি পালনের জন্য জাতীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে।
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর

