ফরিদগঞ্জে ইসলামী ব্যাংকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংক শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্যাংকের মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী ইসলামী ব্যাংক ব্যবস্থার সফল অগ্রযাত্রার পটভূমিতে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক সাফল্যের মধ্য দিয়ে আজ দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থান অধিকার করেছে ইসলামী ব্যাংক।
আমানত, বিনিয়োগ, আমদানি-রফতানি, রেমিট্যান্স আহরণ, শিল্পায়ন, উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ প্রায় সব ক্ষেত্রেই সর্বোচ্চ মার্কেট শেয়ার ধারণ করে ইসলামী ব্যাংক জাতীয় অর্থনীতির অন্যতম শক্তি অর্জন করেছে।
একটি অসাধু চক্র বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে বাঁধা গ্রস্থ করার ইসলামী বাংকসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অপপ্রচার করে গুজব ছড়িয়েছে। সকল ধরনের অপপ্রচার রোধ করে ইসলামী ব্যাংক স্মার্ট ভাবে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকার যতদিন রাষ্ট্রীয় খমতায় আছে, ততদিন কোনো অপপ্রচারকারীরা সফল হতে পারবেন।
ব্যাংকের এসিস্ট্যোন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এইচ এম আনোয়ার মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান, স্বনামধন্য সংগঠক ও সাংবাদিক ফরিদ আহমেদ রিপন, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের ম্যানেজার অপরেশন্স মো. জাকির হোসেন পাঠান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।