ফরিদগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ মনোনয়নপত্র দাখিল

আনিছুর রহমান সুজন:
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারি রিটানিং কর্মকর্তা ও ইউএনও মৌলি মন্ডলের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জামদ রশিদ সুমন।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কাজী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো. আনোয়ার হোসেন বাবলু শেখ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটির জাতীয়পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জাপা প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেণ, মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য তাদের কাছে জাতীয় পার্টিই হলো একমাত্র ভরসা। আমি এদেশের উন্নয়নের জন্য কাজ করছি। এখন নির্বাচনী মাঠে এসেছে জনগণের পরিবর্তনের পথে সহযোগিতা করার জন্য। আমাদের চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেমনা অনুযায়ী কাজ করছি। আশা করছি আগামী ৭ জানুয়ারী আমার ভিশনকে এগিয়ে নিতে জনগণ আমকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করবে।

Loading

শেয়ার করুন