ফরিদগঞ্জে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

মোঃ আনিছুর রহমান সুজন :
চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাড়িতে চলছে শোকের মাতম।

জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়ছারা গ্রামের চন্দের বাড়ি কাউসারের মেয়ে নুরজাহান ( ৬) ও নুহা (৪) পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে খেলাচ্ছলে পুকুরে পড়ে যায়।

দুই বোনকে পরিবারের লোকজন খুজে না পেয়ে পার্শ্ববর্তী পুকুরে খুঁজলে দু’বোনকে পানিতে পাওয়া যায়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ধারণা করা হচ্ছে একজন পুকুরে পড়ে যাওয়ার পর অপর বোন গেলে উদ্ধার করতে গেলে সে নিজেও পড়ে যায়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।

Loading

শেয়ার করুন