মতলব উত্তরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্প্রতি বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ছেংগারচর পৌর বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ছেংগারচর বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে থানা রোড সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিলকারীরা স্লোগান তোলেন, সম্প্রতি দেখা যাচ্ছে বিএনপির বিরুদ্ধে সৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সৈরাচার মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো দেশে আছে। তারা জনগণের দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা যখন বুঝতে পারছে বিএনপি জনগণের আস্থার দল হয়ে গেছে, তখনই তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানান কুৎসিত রটাতে শুরু করেছে। আমরা তাদের অপপ্রচারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

মিছিলকারীরা আরো বলেন, চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলবের বিএনপি ঐক্যবদ্ধ। সুতরাং কেউ যদি বিএনপি নিয়ে কোন ষড়যন্ত্র করতে চায় তাহলে সেই যড়যন্ত্রের কালো হাত ভেঙ্গে দেওয়া হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আঃ মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, চাঁদপুর জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার সগীর, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আকন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, উপজেলা তাঁতীদল নেতা মোঃ সোলাইমান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির, বিএনপি নেতা ইব্রাহিম সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক রজ্জব আলী, বিএনপি নেতা আহমদ উল্লাহ দর্জি, পৌর কৃষকদলের নেতা নুরে আলম জিকু, যুবদল নেতা আরিফ লস্কর, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ আরিফ হোসেন বাবু, পৌর ছাত্রদল নেতা রুবেল ঢালী, মোঃ তানভীর প্রমুখ।

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন