মতলব উত্তরে লুধুয়া গ্রামের কৃতী সন্তান মানিক বেপারীর ইন্তেকাল

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াছিন বেপারীর ছেলে মোঃ মানিক বেপারী গত ১১ মার্চ ২০২৪ ইং রোজ সোমবার সকাল সাড়ে নয়টায় তার নীজ বাড়িতে স্টোক জনিত কারণে ইন্তেকাল করেন।

ইন্না,,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ((৫০) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৬ ভাই, ১ বোন, বাবা, মা,কাকা, কাকি, কাকাতো ভাই বোন, নাতি- নাতনি সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ঐ দিন আছর নামাজ বাদ লুধুয়া কবরস্থান সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, এ্যাড, জসিমউদদীন, তোফায়েল আহমেদ পাটোয়ারী, রিপন পাটোয়ারী, মরহুমের কাকা আঃ মান্নান বেপারী, মরহুমের ভাই রতন বেপারী প্রমুখ।

বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের জানাজার নামাজ ও দোয়া পরিচালনা করেন লুধুয়া আহাম্মদ দীয়া (সাঃ) দাখিল মাদ্রাসার মুহতামিম মাওলানা জসিমউদদীন।

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

Loading

শেয়ার করুন