শাহরাস্তিতে অপপ্রচারের প্রতিবাদ ও নিরাপত্তা চেয়ে স্কুল শিক্ষকের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে অসত্য তথ্য দিয়ে অপপ্রচার ও ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার আয়নাতলী গ্রামের মৃত জুনাব আলীর পুত্র সাফায়েত হোসেন। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শনিবার বিকেলে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি।

তিনি তার বক্তব্যে জানান, আয়নাতলী গ্রামের এডভোকেট কামাল হোসেন শনিবার বিভিন্ন মিডিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা ও অসত্য তথ্য উপস্থাপন করে যে সকল বক্তব্য উপস্থাপন করেছেন তা সম্পূন্য অসত্য ও বানোয়াট। প্রকৃত ঘটনা হলো-তার পিতা মোঃ ফজলুল হক পাটোয়ারীর ওয়ারিশগন বিগত সিএস রেকর্ডিয় মালিক থেকে উক্তভূমি ক্রয় করে। তিনি পৈতৃক ওয়ারিশ সূত্রে ও বিগত ২০২৩ সালে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্রয় সূত্রে উক্ত ভূমির মালিক। তার বর্তমান দলিলের চৌহদ্দী উত্তরে আব্দুর রহমানের ওয়ারিশ দক্ষিনে তিনি নিজে, পুর্বে রাস্তা, পশ্চিমে হারুন রশিদ গং- বিগত সিএস রেকর্ড থেকে অদ্যাবদি অর্থাৎ – ১০০ বছর যাবতকালে উক্ত ভূমিতে তারা বংশ পরস্পরায় চাষবাস করে ও বসতঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। বিগত জানুয়ারি মাস থেকে দুই মাস লাগাতারভাবে মাথায় ওড়ায় দিনের আলোতে মাটি ভরাট করে সীমানা পিলার দিয়ে গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে আবাদ করে আসছেন।

বিগত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেন সহ তাদের পরিবারের লোকজন দা লাঠি সোটা নিয়ে তার ক্রয়কৃত ভরাটকৃত ও চাষবাসকৃত জমির সীমানা প্রাচীর কেটে ফেলে এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করতে আসলে কামাল ও আনোয়ার তাকে দা বটি দিয়ে কোপাতে আসে এবং জানে মেরে ফেলবে বলে আমার ছোট ছোট ছেলে মেয়েকে দা নিয়ে দৌড়াইয়া যায়। ওইখানে উপস্থিত কে বা কাহারা উক্ত ঘটনা ভিডিও করে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, তারপর থেকে তারা আমাকে ও আমার পরিবারকে দায়ী করে নানা প্রকার হুমকি-ধমকি দেয় যাতে করে আমি শিক্ষক মানুষ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।

প্রকাশ : রোববার, ১৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন