শাহরাস্তিতে ইয়াবাসহ পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে ২০ পিস ইয়াবা সহ দুই মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ দিদারুল আলম তুহিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আইনী প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপারের দিক-নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসারের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আল আমিন ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সাদ্দাম হোসেন, মোঃ ইউনুছ সঙ্গীয় ফোর্স থানাধীন বিভিন্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম উপলতা গ্রামের সোলাইমান পাটোয়ারী বাড়ির সামনে থেকে দিদারুল আলমকে আটক করে। ওই সময় তল্লাশি করে তার হেফাজতে থাকা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার নং-০৮।
এছাড়া তার বিরুদ্ধে দুটি জিআর মামলায় পরোয়ানা রয়েছে। যার নং- জিআর-৮২/২৪ এবং জিআর-১৬০/২৩।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতার মোঃ দিদারুল আলম তুহিন পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র।
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

