শাহরাস্তিতে নির্বাচনের মাধ্যমে সেচ প্রকল্পের ম্যানেজার নির্ধারণের দাবীতে মানববন্ধন

মোঃ কামরুজ্জামান সেন্টু : চাঁদপুরের শাহরাস্তির খিলাখাল ভাসমান সেচ প্রকল্পের কেন্দ্রীয় ম্যানেজার নির্বাচনের মাধ্যমে নির্ধারণের দাবীতে মানববন্ধন করেছে কৃষকরা। ২৩ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের দাবী উপ শাখা স্কিম ম্যানেজারের স্বাক্ষর জাল জালিয়াতির মাধ্যমে প্রকল্প হস্তান্তর করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমের স্কিম পরিচালনা বা হস্তান্তর নিয়ে আমাদের সাথে কোন আলোচনা হয়নি। আমরা কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণে কারো পক্ষ থেকে কোন ধরনের মৌখিক, লিখিত সমর্থন বা স্বাক্ষর প্রদান করিনি।

নোয়াপাড়া উপ শাখা স্কিম ম্যানেজার মোঃ খোরশেদ আলম জানান, নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার নির্ধারণ ও প্রকল্প হস্তান্তরের দাবি করছি।

উল্লাশ্বর পশ্চিম মাঠ উপর শাখা স্কিম ম্যানেজার মাইনুদ্দিন জানান, ৫৬ জন উপস্কিম ম্যানেজারের মধ্যে আমরা অধিকাংশ ম্যানেজার ভোটাভুটির মাধ্যমে কেন্দ্রীয় ম্যানেজার চুড়ান্ত করতে চাই এজন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, কেন্দ্রীয় ম্যানেজার জহিরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বিগত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এবং তার কাছে সেচ প্রকল্পের মালামাল রয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে কেন্দ্রীয় ম্যানেজার হিসেবে সাইফুল ইসলাম দিদারকে মনোনীত করা হয়েছে।

তিনি জানান মানববন্ধনকারীদের অভিযোগ আমি পেয়েছি পর্যালোচনা করে জানানো হবে। প্রয়োজনে তারা আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করুক।

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন