শাহরাস্তিতে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
মোঃ কামরুজ্জামান সেন্টু : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫শ ৪৩জন শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ৫শ ৩৫ জন ভোট প্রদান করেন।
এতে সভাপতি পদে পঞ্চনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, সহ-সভাপতি পদে তিন জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন যথাক্রমে, চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ টি এম সাইফুল ইসলাম, খেড়িহর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেছবাহ উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসীম উদ্দিন।
যুগ্ম সম্পাদক পদে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার হোসেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মজুমদার।
এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন ৮ জন। কার্যকরী সদস্যরা হলেন যথাক্রমে মাহবুবুর রহমান, আনিছুর রহমান, ইমাম হোসেন মজুমদার, মোঃ ফারুক হোসাইন, মোহাম্মদ মাহবুব আলম (সুমন), মোঃ ইমাম হোসেন, মাওলানা মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ নাজমুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ আবু ইসহাক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?