সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক মাহফিলে রূপসা জমিদার পরিবারের পাণ্ডুলিপি উপহার
মোঃ আনিছুর রহমান সুজন : চাঁদপুরের ফরিদগঞ্জের সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক মাহফিলে ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের পাণ্ডুলিপি শুক্রবার ২৩ ফেব্রুয়ারি মাহফিলের সমাপনী দিনে উপহার প্রদান করা হয়েছে।
ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের পূর্ব পুরুষ হযরত শাহ জালাল ইয়েমেনী (রাঃ) সাথে আগত ৩৬০ আউলিয়গণের অন্যতম আওলাদে রাসূল সিপাহসালার শাহ সৈয়দ নাসির উদ্দীন (রাঃ) জীবনীর উপর লিখিত পাণ্ডুলিপি সন্তোষপুর দরবার শরীফের পীর শাহ আবদুল করিম বিন মোসলে উদ্দিনকে উপহার হিসেবে তুলে দেন খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ চৌধুরী ওয়াক্ফ এস্টেট তহুরুন্নেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট সৈয়দ আব্দুল লতিফ ওয়াকফ এস্টেটর বর্তমান মোতওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
এ সময় উপস্থিত ছিলেন ফারুক হোসেন খান, মোঃ আকরাম মাস্টার, সাংবাদিক আনিছুর রহমান সুজন, মোঃ আবদুল জলিল, মোহাম্মদ আমিন পাটওয়ারী, বাবুল হোসেন, মনির হোসেন, কাউসার,জহির,সাইদি,সাওন, সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা