হাইমচরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি :  আনন্দ ও উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ই নভেম্বর সকাল ১০ টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ১৩ টি কিন্ডারগার্টেনর স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহন করে।

বৃত্তি পরীক্ষায় পরিদর্শনে আসেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন,জেলার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি ও হাইমচর আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাইমচর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাফেজ।

পরিক্ষা কেন্দ্রের হল সুপারের দায়িত্বে ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন এম জে এস কে এস বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ লোকমান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ১৩ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও সকল প্রতিষ্ঠানের প্রধানগন।

কেন্দ্র পরিদর্শন কালে আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই পরিক্ষাটা শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী। তাদের ভয় কেটে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে বলে আমরা আসা বাদী।তাদের আগ্রহ জোগাতেই এই পরিক্ষার আয়োজন করা।আমরা তাদের উত্তর উত্তর সাফল্য অর্জন কামনা করছি।

পরিক্ষায় মোট ৫০৪ জন শিক্ষার্থী নিয়ে ১৩ টি কিন্ডারগার্টেন স্কুল অংশ গ্রহণ করে।

পরীক্ষায় অংশ গ্রহণ কারী প্রতিষ্ঠান হলো, আদর্শ শিশু নিকেতন স্কুল,হাইমচর আইডিয়াল স্কুল,হাইমচর মডেল স্কুল, হাইমচর কিন্ডারগার্টেন,মা কচি কাঁচা কিন্ডারগার্টেন, ছোট লক্ষীপুর আইডিয়াল মডেল স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল,সাহ্ সুফি আদর্শ একাডেমি,এম জে এস কে এস বিদ্যা নিকেতন, মর্ডান শিশু একাডেমি, বর্ণমালা একাডেমি, নেকসা মডেল স্কুল।

রোববার, ১৭ নভেম্বর ২০২৪২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন