হাইমচর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি ফারুক ও সম্পাদক দিপু

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার হাইমচর প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের মেয়াদে কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন দিপু গোপন ব্যালটে উম্মক্ত ভোটে নির্বাচিত হন। নতুন নেতৃত্বের সুযোগ দেয়ার লক্ষ্যে নির্বাচিত সভাপতি ও সম্পাদক পর পর দুই বার প্রার্থী হতে পারবেন না।

১৩ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় হাইমচর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহবায়ক ফারুকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহেদ হোসেন দিপুর সঞ্চালনায় চারটি এজেন্ডা নিয়ে প্রেসক্লাবের সদস্যগণ উম্মুক্ত আলোচনা করেন। জুলাই বিপ্লবের পূর্বে পেশি শক্তির মাধ্যমে বল প্রয়োগ করে প্রেসক্লাব দখল করে থাকা, সাংবাদিকদের লাঞ্ছিতকরণ ও অপমান করন, চাঁদাবাজি সহ বিভিন্ন অন্যায় জড়িত থাকার অপরাধে যারা মামলার আসামি তাদেরকে প্রেসক্রাব থেকে বহিষ্কার, কার্যকরী কমিটির মেয়াদ, কার্যকরী কমিটি গঠন ও বিবিধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপিত হয়। সাধারণ সভার শেষ লগ্নে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা মোঃ আলী আকবর এর পরিচালনায় গোপন ব্যালটের মাধ্যমে উন্মুক্ত ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। যেখানে সবাই ভোটার, সবাই প্রার্থী। বিপুল ভোটে ফারুকুল ইসলাম সভাপতি ও শাহেদ হোসেন দিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উপস্থিত সকল সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রতিটি কার্যকরী কমিটির মেয়াদ এক বছর নির্ধারিত হয়।
এক মেয়াদে দায়িত্ব পালনকারী কার্যকরী কমিটির সভাপতি ও সেক্রেটারি পরপর দুই বছর কোন কমিটির সভাপতি বা সেক্রেটারি প্রার্থী হতে পারবেন না। নেতৃত্ব তৈরীর এমন প্রশংসনীয় উদ্যোগকে হাইমচর প্রেসক্লাবের সকল সদস্য সাদরে গ্রহণ করেছেন।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সম্মানিত সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য শরীফ মোহাম্মদ মাসুদ বিল্লাহ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার সদস্য মোঃ মাজহারুল ইসলাম শফিক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এবং শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবর।
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

