হাজীগঞ্জ আ.লীগের যুগ্ম সম্পাদক ঢাকায় গ্রেফতার

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে হত্যা মামলায় গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বলে জানান কুমিল্লা র্যাব-১১ উপ-পরিদর্শক তারেক।

৪ আগস্ট হাজীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। শিগগিরই তাকে হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, আওয়ামী লীগ নেতা হাজী মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় দুটো মামলা রয়েছে। র্যাবের হাতে গ্রেফতারের বিষয়টি থানাকে নিশ্চিত করেছে র্যাব-১১।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার আজাদ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনি আসামি।
উল্লেখ্য, হাজী মো. জসিম উদ্দিন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

