ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিণ্ডারগার্টেন ফরিদগঞ্জ-এর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাক ও স্থানীয় সূধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

বর্ণমালা কিণ্ডারগার্টেন’র সভাপতি মো. নুরুন্নবী নোমান’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ডিএমপি’র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান,গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান,রোটারী ক্লাব ফরিদগঞ্জ’র সভাপতি কামরুল হাসান সাউদ,জেলা বিসিক কর্মকর্তা আহসান হাবীব মামুন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

এ সময় পুঁথিগত শিক্ষার পাশাপাশি বর্ণমালা কিণ্ডারগার্টেন’র ফরিদগঞ্জ’র আঙ্গিনায় শিশুদের মেধা বিকাশের লক্ষে দেশের বরেণ্য কবি সাহিত্যিক, শিক্ষাবীদ, মুুক্তিযোদ্ধাগণের ছবি ও জাতীয় ফল ফলাদি, পশুপাখীর চিত্র দেখে বিদ্যালয়টির কর্তৃপক্ষেরমেধার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা

Loading

শেয়ার করুন