অবশেষে শিক্ষকতা পেশায় ফিরলেন কাউছার ভূঁইয়া

আনিছুর রহমান সুজন : নিজের বাড়ি থেকে কাঠ বাঁশ সংগ্রহ করে দিনরাত কষ্ট করে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত ২৪ বছর ধরে নিজেই নির্বাসিত ছিলেন কাউছার আহমেদ ভূঁইয়া নামে এক শিক্ষক। অবশেষে প্রতিক্ষা ও বঞ্চনার অবসান হলো সোমবার (৭ এপ্রিল ২০২৫) তার। দীর্ঘ আইনী লড়াই শেষে আদালত ও মন্ত্রনালয়ের নিদের্শনা মোতাবেক তিনি শিক্ষক হজিনা খাতায় স্বাক্ষর ও শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লড়–য়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার। এসময় মাদ্রাসার সুপার(ভারপ্রাপ্ত) ফয়েজ বক্স তাকে ফুল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন। ওই মাদ্রাসায় তিনি প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।

কাউছার আহমেদ ভূঁইয়া জানান, ১৯৯৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিনি সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তৎকালিন মাদ্রাসা সুপার অনৈতিক আর্থিক লেনদেন জের ধরে ২০০১ সালে তৎকালিন প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তার সাথে মামলায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদী হওয়ায় মাদ্রাসা সুপার ২০০২ সাল থেকে তার বেতন ভাতাদি বন্ধ করে দেন। এক পর্যায়ে তাকে মাদ্রাসা থেকে বের করে দেন। বাধ্য হয়ে তিনি ১/১১ সময়ে জেলা প্রশাসক বরাবর আবেদন এবং প্রতিকার না পেয়ে তিনি চাঁদপুর দেওয়ানি আদালতে (১১/২০১০) মামলা দায়ের করেন। আদালত তাকে বেতনভাতাদিসহ স্বপদে বহাল করার নিদের্শনা দেন। যা সর্বোচ্চ আদালত পর্যন্ত বহাল থাকে। একই ভাবে মাউশিও চিঠি দিয়ে কাউছার আহমেদকে শিক্ষক হিসেবে যোগদানের নিদের্শনা দেন।

অবশেষে চলতি বছরের ১৩ মার্চ মাদ্রাসার সভাপতি ইউএনও সুলতানা রাজিয়া মাদ্রাসার সভা করে কাউছার ভূঁইয়াকে মাদ্রাসায় যোগদান নিশ্চিত করেন। এরই প্রেক্ষিতে সোমবার (৭এপ্রিল ২০২৫) সকালে তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং শ্রেণি শিক্ষা নেন।

ক্লাসে ফিরতে পেরে তিনি নিজেকে সবচেয়ে সুখি মানুষ হিসেবে অভিহিত করে কাউছার আহমেদ বলেন, যতদিন বেঁচে থাকবো শিক্ষকতার মহান পেশায় নিজেকে বিলিয়ে দেব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমটির সদস্য শাহীন মাহমুদ, আলী শাহ, সাবেক সহসভাপতি আ: গনি মাস্টার, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি জয়নাল আবেদিন, মৌলভী মোক্তার আহমেদ, মুনছুর আহমেদ, সহকারি শিক্ষক মিজানুর রহমান, এলাকাবাসীর মধ্যে আলমগীর ভূঁইয়া, আবু তাহের ভূঁইয়া, উজ্জল ভূঁইয়া প্রমুখ।

প্রকাশ : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন