ঈদ ও লেংটার মেলাকে কেন্দ্র করে মতলবে নৌ সীমানায় ডাকাতির শঙ্কা

সফিকুল ইসলাম রানা : পবিত্র ঈদুল ফিতর ও শাহ্ সোলাইমান (র.) ওরফে লেংটার মেলাকে কেন্দ্র করে চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালীপুর – চর কালীপুর টলারঘাটে নৌ পথে ডাকাতির শঙ্কা রয়েছে। প্রতি বছরই এ অঞ্চলে ঈদ অথবা লেংটার মেলায় সময় ডাকাতির ঘটনা ঘটে থাকে। এ বিষয়ে লেংটার মেলার আইনশৃংখলা স্বাভাবিক রাখাতে কোন অপ্রীতিকর ঘটনা ও অনিয়ম করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

খোঁজ নিয়ে জানা যায়, মতলব উত্তর,- দক্ষিণ উপজেলার অধিকাংশ মানুষ সল্প সময়ে ঢাকা যাতায়াতের জন্য টলার যোগে ধনাগোদা নদী পাড় হয়ে কালীপুর -কালীপুরা যায়। প্রতিদিন এই রুটে ১শ যাত্রীবাহী টলারের মাধ্যমে হাজার হাজার যাত্রী পারাপার হয়। প্রতি বছর ঈদ ও লেংটার মেলায় প্রচুর লোক যাতায়াত করে এই পথে। এবার ঈদ ও মেলা একই সময়ে অনুষ্ঠিত হওয়ার যাত্রীদের চাপ থাকবে এ পথে। তাই এবার নদীতে ডাকাতির শঙ্কাও রয়েছে বেশি। এ সময়ে ধনাগোদা নদীতে প্রশাসনের অতিরিক্ত টহলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লিয়াকত হোসাইন নামে এক যাত্রী জানান, আমি মতলব উত্তর থেকে ঢাকা যাওয়ার জন্য এই পথে আসা-যাওয়া করি। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে। আমাদের টলার যখন মাঝ নদীতে তখন টলারটিকে কেন্দ্র করে দুইদিক থেকে কয়েকটি লেজার লাইট মেরেছিল। আমিসহ আমরা ১১জন যাত্রী ছিলাম ঐ টলারে। সবাই ভয়ে এবং আতংকে ছিলাম।

আরেক যাত্রী রিয়াজুর হাসান বলেন, আমি একবার এই পথে বাড়িতে আসার সময় ডাকাতির কবলে পড়েছিলাম। এখন রাতে আমি যাতায়াত করি না।

নাম প্রকাশে অনেক টলারের চালকরা জানান, ডাকাতরা যখন আক্রমণ করে, তারা দুই দিক থেকে আক্রমণ করে। কিছু বুঝে উঠার আগেই তারা অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে যাত্রীদের মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান জানান, ঈদের ৫দিন আগে এবং পরে নৌ পুলিশ প্রত্যেকটি পয়েন্টে জোরদার বৃদ্ধি করা হবে। এ অঞ্চলে মেলা ও ঈদ একসাথে হওয়ার সংশ্লিষ্ট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের সাথে যোগাযোগ ধনাগোদা নদীতে নৌটোহল আরো জোরদার করা হবে। আশা করছি এসময় নদীতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

প্রকাশ : বৃহস্পতি বার, ২৭ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন