একুশের মহত্ব : এশতিয়াক মাহমুদ

একুশে ফেব্রুয়ারি
ফুলে ফুলে ছেয়ে আছে শহীদ মিনার
কিন্তু, ভুলি কি করে এই ফুলের মাঝেই
নীরব সাক্ষী হয়ে আছে
নাম না জানা কত শহীদ ভাই আর
রফিক সালাম বরকত জব্বার।

যারা আমাদের মায়ের ভাষা
নিতে চেয়েছিল কেড়ে
করতে চেয়েছিল রাষ্ট্রভাষা উর্দু
আর তখনই ফুঁসে উঠে ছাত্রজনতা
উঠে প্রতিবাদের ঝড়
মিছিলে মিছিলে শ্লোগানের ধ্বনিতে
মুখরিত হয় বিশ্ববিদ্যালয় চত্বর।

হঠাৎ গর্জে উঠা বুলেটের আঘাতে
ভেসে যায় রাজপথ রক্তের বন‍্যায়
কত মায়ের বুক খালি হয়
তাজা রক্ত ধুয়ে যায়
মায়ের দুচোখের কান্নায়।

কত প্রেমিক তার স্বপ্নের সেতু
দিয়েছিল গড়ে পলে পলে প্রেয়সীর তরে
হায়… সেই প্রেয়সী আজ পাগলপ্রায়
প্রিয় যে চলে গেছে তার স্ভপ্নের ডোর ছিঁড়ে।

একুশে ফেব্রুয়ারি আশ্চর্য এক দিন
এদিনের মৃত্যুতে করেনা কেউ শোক
শুধু শ্রদ্ধায় মাথা নত হয়
কিসের আলোয় যেন উদ্ভাসিত হবে
ক্লান্ত দেহ মুখ।
এই মিষ্টি মুধুর ভাষায় লালন কবি বাউল
কতযে লিখেছে কবিতা গান
যা শুনে মিটে মনের পিপাসা
জড়ায় মন প্রান।

ওপারে ভাল থেকো তোমরা
সালাম বরকত
আরও নাম না জানা কতজন
যারা ছিলে পিতার অন্তিম আশা,
জননীর বক-জোড়া ধন।

কারও জীবন সাথী,বোনদের একমাত্র ভাই
তারা আজ নাই….।
একুশে মানে
আন্তর্জাতিক মাতৃভাষার প্রতিষ্ঠার দিন
বাঙ্গালী কোনদিনও শোধ দিতে পারবেনা।
তোমাদের এই আত্নত‍্যাগের ঋণ।

তাইতো প্রজন্ম থেকে প্রজন্ম
থাকব মাতৃভাষার পাশে
অমর একুশে
অজয় হয়েছে বাংলাভাষা রক্তে মিশে।

 

Loading

শেয়ার করুন