কচুয়ায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি’র হরতাল পালন

কচুয়া প্রতিনিধি  :  কচুয়া উপজেলার উজানী গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেনের পুত্র ছাত্রদল নেতা সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও কচুয়া থানার ওসি এম. আবদুল হালিমের প্রত্যাহারের দাবীতে হরতাল পালন করেছে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে কচুয়া-সাচার, কচুয়া-রহিমানগর সড়কের বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল রোধ করে হরতাল পালনকারীরা।

এসময় বাসসহ অন্যান্য যানবাহন চলাচল না করায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও সিএনজি ও বাসে থাকা যাত্রীদের গাড়ী থেকে নামিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন হরতাল আহবানকারীরা। পরে দুপুরে সেনাবাহিনী সদস্যরা ছত্রভঙ্গ করে দেয় হরতালকারীদের।

কচুয়া উপজেলা বিএনপির (একাংশের) সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী জানান, সুনির্দিষ্ট কারন ছাড়াই ছাত্রদল নেতা সুমনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় ওসি এম. আবদুল হালিম। আমরা ওসির প্রত্যাহারের দাবিতে এ হরতাল আহŸান করি।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম বলেন, উজানী গ্রামের স্থানীয় দু-পক্ষের মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে সুমনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। ওই আসামী ছেড়ে না দেওয়ায় আমার বিপক্ষে অবস্থান নেয় কিছু নেতাকর্মীরা।

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন