কচুয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত ৪

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী-পুত্রসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন, উজানী গ্রামের জয়নাল আবেদীন সবুজ (৩০), তার বাবা সোলেমান মিয়া মাষ্টার (৬৯), মা রওশন বেগম (৫৮), ভাই সামসুজ্জামান (৪০)। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে জয়নাল আবেদীন সবুজের অবস্থা খুবই আশঙ্কাজনক। এঘটনায় জয়নাল আবেদীন সবুজের স্ত্রী হালিমা আক্তার তন্নি বাদী হয়ে শনিবার প্রতিপক্ষ ইউপি সদস্য মোজাম্মেল হক, ইব্রাহীম ও হাসানাতকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া ইউপি সদস্য মোজাম্মেল হক গংদের হাত থেকে সম্পত্তি উদ্ধার ও তাদের শাস্তির দাবীতে শনিবার রাতে কচুয়া রাজমহল চাইনিজ রেস্টেুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে ক্ষতিগ্রস্থ পরিবার। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে রওশন বেগম লিখিত বক্তব্যে বলেন, আইন আদালতকে তোয়াক্কা না করে ইউপি সদস্য মোজাম্মেল গংরা আমাদের সম্পত্তি দখল চেষ্টা ও গাছগাছালি কেটে বিক্রি করে দেয়। আমরা আমাদের সহায়-সম্পত্তি উদ্ধার করতে চাঁদপুরের বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করি। যার নং- ২৯৪/২৪।

নিষেধাজ্ঞা মামলা চলমান থাকা সত্ত্বেও শনিবার বিকেলে করইশ গ্রামের কতিপয় লোকজনের নেতৃত্বে প্রতিপক্ষরা আমাদের উপর অতর্কিত হামলা ও মারধর করে। আমাদের উপর মারধরের বিচারসহ সহায় সম্পত্তি ফিরে পেতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চাই।

সংবাদ সম্মেলনে হামলার শিকার সোলেমান মিয়া মাষ্টার, জয়নাল আবেদীন সবুজ, গোলাম কিবরিয়া, মোরশেদা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, রোববার

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এম আর আর

Loading

শেয়ার করুন