কচুয়ার পালাখালে সম্পত্তিগত বিরোধ নিয়ে ব্যবসায়ীকে মারধর

কচুয়া প্রতিনিধি  :  কচুয়া উপজেলার পালাখাল গ্রামে সম্পত্তিগত বিরোধ নিয়ে হাজী আলমগীর নামের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ২০ মার্চ একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বিল্লাল হোসেন,কফিল উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক,আব্দুস সাত্তার ও রাসেলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী হাজী আলমগীর হোসেন বাদী হয়ে ৪জনকে অভিযুুক্ত করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পালাখাল গ্রামের ওসমান ডিলারের বাড়ীর অধিবাসী মৃত কফিল উদ্দিন জীবদ্দশায় ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। ওয়ারিশসূত্রে সম্পত্তির মালিক হন সিরাজুল ইসলাম। কফিল উদ্দিনের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে আব্দুর রাজ্জাক ও আব্দুস সাত্তার থেকে ৭.৫০ শতক সম্পত্তির মালিক হয় হাজী আলমগীর হোসেন। বিবাদীরা ওই প্রাপ্য সম্পত্তি রেজিস্ট্রি করে দেয়ার কথা বলে বিভিন্ন ভাবে তালবাহানা করেন। ঘটনার দিন সকালে ওয়ারিশসূত্রে প্রাপ্য জায়গায় মাটি ভরাট করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিবাদীরা আমাকে মারধর ও গুরতর আহত করে। প

রে ব্যবসায়ী হাজী আলমগীরের ডাক চিৎককারে তার স্ত্রী পারভীন বেগম ও স্থানীয় অধিবাসী রাসেল এগিয়ে আসলেও তাদেরকে বেধরক মারধর করে গুরুতর আহত করে এবং নগদ ১ লক্ষ ৮৬ হাজার ছিনিয়ে নেয়। পরে স্থানীয় একটি বাজারে চিকিৎসা নেন আহতরা। এ ঘটনায় দোষীদের শাস্তি ও আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান হামলা শিকার হাজী আলমগীর হোসেন ও তার পরিবার।

কচুয়া থানার এএসআই মো. মোস্তাক হোসেন বলেন, থানায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাদের উভয় পক্ষকে থানায় বসে মীমাংসা করার চেষ্টা চলছে।

প্রকাশ : বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন