কচুয়ার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জিএম রাশেদের উপর হামলা

ষ্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জিএম রাশেদ কচুয়ায় হামলার শিকার হয়েছে। ৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার উজানী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। উজানী গ্রামের কবির হোসেনের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কচুয়া শাখার সদস্য জিএম রাশেদ জানান ,ওই গ্রামের জামায়াত নেতা দেলোয়র হোসেন ও তার ভাই জসিম উদ্দিন দলবল নিয়ে আমাদের এলাকার হারুন গংদের উপর সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালায় ও বাড়ি ভাংচুর করে। আমি প্রতিবাদ করে বাঁধা দিতে গেলে তারা আমার উপর হামলা চালায়।

স্থানীয়রা আমাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমি চিকিকৎসা ওসি মো.আজিজুর রহমানকে বিষয়টি অবহিত করেছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি। হামলার ঘটনার পর জিএম রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসে। ফলে দ্রুত বিষয়টি ভাইরাল হয়ে যায়।কচুয়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান বিষয়টি জিএম রাশেদ আমাকে অবহিত করেছে ,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসংগত: জিএম রাশেদ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সম্মুখে থেকে ঢাকার রাজপথে আন্দোলন করেন। ২০২৫ সালের সপ্তম শ্রেনীর ইংরেজী পাঠ্য বইয়ে তার ছবি ছাপা হয়। সে একজন প্রতিবাদী যুবক।

ওফাসা/রিপোর্ট

প্রকাশ : শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন