কচুয়ার মনপুরা সপ্রাবি’র সভাপতি পদে পুনরায় রাসেল মজুমদার নির্বাচিত
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মোহাম্মদ বজলুল গণি রাসেল মজুমদার। এ নিয়ে দ্বিতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার বিদ্যালয়ে বিশেষ সাধারন সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেও তিনি এই বিদ্যালয়ের সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
রাসেল মজুমদার ওই বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যালয়ে রূপদান করেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়েল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী তাকে পুনরায় এ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মোহাম্মদ বজলুল গণি রাসেল মজুমদার ঢাকা বিশ^বিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ বজলুল গণি রাসেল মজুমদার ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান মো. আব্দুল লতিফ মজুমদারের সুযোগ্য সন্তান।
এদিকে কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মোহাম্মদ বজলুল গণি রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন