চাঁদপুরের ৫টি আসনে নৌকা চায় ৫২ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়া হয়েছে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। জাতীয় সংসদের ৩শ’ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে সারাদেশ থেকে ৩ হাজার ৩শ’৬২ জন সম্ভাব্য প্রার্থী আবেদন করে। তারমধ্যে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে ৫২ জন নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দেয়। হয়তো আগামী দু’এক দিনের মধ্যে দেশের সকল আসনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। তবে এবার শেখ হাসিনা ছাড়া কেউ বলতে পারবেনা কে কোন আসনে মনোনয়ন পাচ্ছে।

চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে কে কোন আসনে দলীয় মনোনয়ন পাচ্ছেন। ইতিমধ্যে চাঁদপুরের ৫টি আসনের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন বোর্ডের নজরে আসতে বিভিন্ন চেষ্টা তবদির চালিয়ে যাচ্ছেন। এবার জেলার ৫টি আসনে ৫২ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করে জমা দিয়েছে।

★ চাঁদপুর-১(কচুয়া) আসনে ৫জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সংসদ সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, আইইবির ভাইস প্রেসিডেন্ট এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শিবলু অবসরপ্রাপ্ত জজ আমিনুল ইসলাম ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন টিটু।

★ চাঁদপুর-২( মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ১২ জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।তারা হলেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,বর্তমান সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মন্জুর আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি, জাকিয়া সুলতানা শেফালী, কৃষক লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটোয়ারী, রেল শ্রমিক লীগ নেতা এডভোকেট হুমায়ুন কবির, নায়েমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. লোকমান আহমেদ।

★ চাঁদপুর-৩ ( সদর ও হাইমচর) আসনে ৬জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা হলেন বর্তমান শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মারুফ, মৎস্যজীবিলীগের কেন্দ্রীয় নেতা রেদোয়ান খান বোরহান।

★ চাঁদপুর-৪( ফরিদগঞ্জ) আসনে ১৭জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. হারুন অর-রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগের কাতার শাখার সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্য মহিউদ্দিন মজুমদার খোকা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হারিছ হাসান সাগর, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাসানুজ্জামান তারেক, আওয়ামী লীগ নেতা মুকবুল আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন্নাহার অনি, হকার্স লীগ সাবেক নেতা লিয়াকত হোসেন রনি, চিকিৎসক নেতা ডা.মোস্তফা হোসেন ও আওয়ামী লীগ নেতা এমরান চৌধুরী।

★ চাঁদপুর-৫( হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে ১১জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। তারা হলেন , বর্তমান সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.)রফিকুল ইসলাম বীর উত্তম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুর জাহান মুক্তা, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মামুন আলম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, পাওয়ারসেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জেলা আওয়ামী লীগে উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এমএ আউয়াল মজুমদার, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য পদত্যাগকৃত চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য সফিউল আলম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছা সেবক লীগের সদস্য অ্যাডভোকেট ফরিদ উদ্দিন এবং সেনাবাহিনীর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন।

Loading

শেয়ার করুন