দর্জি ফারুকের অপকর্ম ও চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে গণস্বাক্ষর ও একাধিক মামলা
নিজস্ব প্রতিবেদন :-
ফরাযী কান্দী ইউনিয়ন এর বড়োহলদিয়া গ্রামের জামাল ট্রেইলারের ছোট ভাই ফারুক ট্রেইলার বিগত কয়েক বছর ধরে এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে,এলাকাবাসীর বক্তব্য ও একাধিক মামলা পর্যালোচনা করে দেখা যায়।
আন্তঃ জেলা চোর বেজি সুজন এর সাথে ফারুক এর সংশ্লিষ্টতা রয়েছে, চুরি হওয়া অটো, মোটর সাইকেল, মুঠো ফোন এসব জরিমানা ফারুক দিয়ে বেজি সুজন এর ঝামেলা মিটায়, একাধিক সুত্র থেকে জানা যায় একসাথে রামদাসপুর নতুন বাজারের বিভিন্ন জায়গায় দুজনে মাদক সেবন করে, এবং বেজি সুজন একাধিক চুরির ঘটনায় তার পূর্বের গ্রাম আদুর ভিটি থেকে বিতারিত হয়ে ফারুক ট্রেলারের বাড়ির কাছে এসে নতুন বাড়ি করে,এর পর থেকেই এলাকায় চুরির ঘটনা বেড়ে যায় বলে এলাকাবাসির দাবি,
বেজি সুজন ও ফারুক এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় ও কোর্টে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।ফারুক ট্রেইলারের একই বাড়ির বাসিন্দা মোঃ আহমদ উল্লাহ বলেন ফারুক আমার মেয়েকে উৎতক্ত করেন বিয়েতে বাজানি দিয়ে দেন এবং ছেলে পক্ষ আসলে হুমকি দিয়ে তারিয়ে দেন, বলেন যে আমার মেয়েকে বিয়ে করতে আসলে প্রাণে মেরে ফেলবে।এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ একাধিকবার শালিশ বৈঠক করলেও ফারুক তাতে কোনো কর্নপাত করেনি। এলাকাবাসীর দাবি গত কয়েক দিন আগে বেজি সুজন চুরির মামলায় গ্রাপ্তার হয়ে কারাগারে থাকলেও ওয়ারেন্টভোক্ত আসামি ফারুক পলাতক রয়েছে,তাকে গ্রাপ্তার করে আদালতে সোর্পদ করার জন্য মতলব উত্তর থানার আইনসৃঙ্খলা বাহিনী কে দাবি জানাচ্ছি।