প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড’র জন্য মনোনীত হলেন সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের ২জন স্কাউট

ওমর ফারুক সাইম, কচুয়া : বাংলাদেশ স্কাউটস্ এর স্কাউট শাখায় সর্বোচ্চ অর্জন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে কচুয়ার সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের জাহিদুল ইসলাম ও সৈয়দ ইফতিখার আহমেদ। প্রথমবারের মতো অংশগ্রহন করে দুইজনেই অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হোন। জাহিদুল ইসলাম কচুয়া উপজেলার বুরগী গ্রামের শাহজাহান মিয়ার জেষ্ঠ পুত্র ও সৈয়দ ইফতিখার আহমেদ একই গ্রামের কমিশনার মো. গোলাম ছরোয়ার এর কনিষ্ঠ পুত্র।

বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে বাংলাদেশ স্কাউটস, কচুয়া উপজেলা এ বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও উপজেলার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৯জন, চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ২জন ও রহিমানগর হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১জন সহ মোট ১৪জন স্কাউট প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে।
জানা যায়, প্রায় ১৫০০ স্কাউটের অংশগ্রহনে ২০২৫সালের ৩০ জানুয়ারি থেকে ১ফেব্রুয়ারি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় ২০২৩ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প। যেখানে জাতীয় পর্যায়ের লিখিত মূল্যায়নে উত্তীর্ণ স্কাউটরা অংশগ্রহণ করে। একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন দিয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।
স্কাউট জাহিদুল ইসলাম বলেন, প্রেসিডেন্টস স্কাউট পদক আমার স্বপ্ন ছিল। প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এই অ্যাওয়ার্ড অর্জনে যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভবিষ্যতে স্কাউটিংয়ে আরও অনেকদূর এগিয়ে যেতে চাই।”
এ অর্জনের অনুভুতি জানতে চাওয়া হলে স্কাউট সৈয়দ ইফতিখার আহমেদ বলেন, দীর্ঘ একটা পথ অতিক্রম করে এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হয়েছি। এ অ্যাওয়ার্ডটি আমি আমার বাবা মাকে উৎসর্গ করতে চাই। যারা আমাকে এ পথ পাড়ি দিতে সাহায্য করেছেন তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো। স্কাউটিং এর থেকে শিক্ষা সমাজের উন্নয়নে কাজে লাগাতে চাই।
তাদের এ সাফল্যে সানরাইজ মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মো: গোলাম ছরোয়ার (উডব্যাজ) বলেন, এটির সম্পূর্ণ কৃতিত্বই তাদের। তাদের নিরলস শ্রমই তাদের সাফল্যের শিখরে নিয়ে গেছে। তাদের এ সাফল্যে আমি অনেক আনন্দিত। তারা স্কাউটিং এর মূলনীতি মনে প্রানে ধারন করে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে বলে আমি আশা করছি।” এছাড়াও তিনি এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী সাধুবাদ জানিয়ে বলেন, “এটা অবশ্যই আনন্দের। উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি মুক্ত দলের মোট ১৪জন শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রকাশ : শনিবার, ২২ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

