ফরিদগঞ্জে ইটভাটার ৪ লক্ষ টাকা জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি :

অনুমোদনহীন ভাবে ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় চাঁদপুরের ফরিদগঞ্জে জেএনবি নামে এক ইটভাটাকে ৪লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রæয়ারি ২০২৫) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান এর আদালত এই জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের অবস্থিত ও গল্লাক আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় জেদনি নুসরাত ব্রিক (জেএনবি) এর কর্তৃপক্ষ হানিফ চৌধুরী ও এমরান চৌধুরী নিয়মের ব্যতয় ঘটিয়ে লাইসেন্স বিহীন এবং বিভিন্ন কাগজপত্র থাকা না স্বত্বেও ইটভাটা চালিয়ে আসছিল। এরকম সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান এর আদালত পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে উক্ত ইঠভাটায় অভিযান চালিয়ে ওই ইটভাটা কর্তৃপক্ষকে ৪ লক্ষ টাকা জরিমানা করে। এছাড়া উপস্থিত ফায়ার সার্ভিসের টিম ইট তৈরির কাঁচামাল বিনষ্ট করে দেয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) এ আর এম জাহিদ হাসান জানান, জেদনি নুসরাত ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ ভঙ্গ করায় ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা অর্থদÐ আরোপ ও আদায় করা হয়েছে। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা পূর্বে আব্যশিকভাবে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

