ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে আসমা আক্তার (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আসমা আক্তার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামের কুয়েত প্রবাসী ফরিদ উদ্দিনের স্ত্রী। সোমবার (২৮ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের মা হাছিনা বেগম জানান, তার মেয়ে আসমা আক্তারে সাথে ফরিদ উদ্দিনের গত ৫ বছর পূর্বে বিয়ে হয়। গত কয়েকমাস পূর্বে তার স্বামী ফরিদ উদ্দিন কুয়েত থেকে দেশে আসারপর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। উভয়ের পরিবার এ নিয়ে বিভিন্ন সময় দেন দরবার করে। ঘটনারদিন বিকেলে মা হাছিনা বেগম আসমার স্বামীর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, তার মেয়ে গলায় ফাঁস দিয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসমা আক্তারকে নিয়ে আসারপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের মাধ্যমে আসমার মৃত্যু নিশ্চিত হওয়ারপর তার স্বামী ফরিদ উদ্দিন গা ঢাকা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, সংবাদ পেয়ে আসমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।