ফরিদগঞ্জে সুপারি গাছে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আবদুর রহমান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের হাসান আলী পাটওয়ারী বাড়িতে শনিবার (১৬ মার্চ) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা আবু মুসা পাটওয়ারীর ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা রিপন বলেন, আব্দুর রহমান কাছিয়াড়া গ্রামে নানার বাড়িতে থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যেদিন যেখানে কাজ পান সেখানেই তিনি শ্রমিকের কাজ করতেন। নিজের কাজের অংশ হিসেবে শনিবার দুপুরে তিনি তার ভাই আফজাল হোসেনসহ নানা আলি আকবরের সুপারি গাছ কাটার কাজ নেন।
সুপারি গাছ কাটার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, মৃতের মরদেহ উদ্ধার পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন