বঙ্গভবনে ঢুকতে পারেননি মাহি বি. চৌধুরী, জনতার ‘ভূয়া ভূয়া’ ধ্বনিতে তিরস্কার
অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান যোগ দিতে বঙ্গবভনে প্রবেশ করতে পারেনি বিকল্পধারা বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী।
বুধবার রাত পৌনে ৯টার দিকে বঙ্গবভনের প্রধান ফটকে মাহি বি. চৌধুরীর গাড়ি দেখেই ভুয়া-ভুয়া ধ্বনিতে তিরস্কার করতে থাকেন উৎসুক জনতা।
এর আগে রাত ৮টা ২৮ মিনিটে শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের গাড়িবহর প্রবেশের পর বঙ্গভবনের পথ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনা সদস্যরা।
ড. ইউনূসের গাড়িবহর বঙ্গবভনে প্রবেশের প্রায় মিনিট পনেরোর পর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসেন মাহি বি. চৌধুরী। গাড়িতে থাকা মাহিকে দেখে বঙ্গভবনের সামনে ভিড় করা উৎসুক জনতা ভুয়া ভুয়া ধুয়ো দিতে থাকে। এক পর্যায়ে তার গাড়ি ঘিরে ফেলে উৎসুক জনতা। আর ভুয়া ভুয়া ধুয়ো চলতে থাকে। সেনা সদস্যরা মাহিকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত উৎসুক জনতার কারণে আর তা সম্ভব হয়নি। পরে গাড়ি নিয়ে বঙ্গবভন এলাকা ছেড়ে যান তিনি।
বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়